দোপাটি নয়নতারার বনে
ঘাসফড়িঙের সঙ্গে পাল্লা,
মায়ের কোলে মাথা রেখে
পক্ষীরাজ রাজপুত্রের আসা যাওয়া।
একদিন চুপিসারে তারই প্রাসাদে
বন্দী হলো মেয়েটি
বসন্তের এক দমকা হাওয়া।
বন্দী হলো অনেক কিছু
কোথায় যেন হারালো
আলো আকাশ ইচ্ছেগুলো।
সেই কল্পনার সঙ্গে সহবাস,
এক কিশোরের কথা-
কনকচাঁপার গন্ধে ওর ঘুম ভাঙ্গাবে,
শরতের শিশিরে ধুয়ে দেবে ওর চোখের পাতা।
এইভাবেই কেটে যায় জীবন বুদবুদ,
আশার পিলসুজে সলতে-
এগিয়ে যায়, নিঃশেষ হয়,
একি আত্মাহুতি, নাকি রুপকথা?