তোর ঠোঁটের কালো তিলকে
ঘিরে চৈত্রমাস,
আমি মেঘলা বিষন্নতায় কাটিয়েছি
রাত্রির সুরম্য প্রহর।
উপোষী এলোচুলে বন্দী
ভোরের কুমারী হাওয়া,
পদ্মপাতায় জীবন টলমলে জেনেও
সাহসী গোলাপকে গুজেঁ নিই বোটপিনে।
“প্রেম রক্তাক্ত হলে ভগবান বিষন্ন হন”
এই আপ্ত বাক্য তুই কখনো মানলিনা।
তোর আচঁল ভরে খুঁজে পাই
কোন বুনোফলের মাতাল গন্ধ-
এক চড়ুইভাতীর ছলে,
আমার চোখে রুমাল বেঁধে
পথ হারাবি।
অনেক কষ্টে বেল জুঁই চামেলী ফুটলেও
এক ঝাঁক প্রজাপতি কানে কানে বলে যাবে
তোর পরকীয়া।