শ্রাবণী মেঘেরা এসেছে
স্বাগত জানাও নীলআকাশ
সূর্য তুমিও।
দহন জ্বালায় জ্বলছে সবাই
বিন্দু বিন্দু কমছে আয়ু।
ঋতুমতী পূথিবীর সাজুকতায়
জমে থাকা বিবর্ন প্রেম
কচিডাল সবুজপাতার
গভীর গোপন মলিনতা
এবার ধুয়ে যাক।
শষ্যবীজ হাতে নিয়ে
কৃষক রমণীর সারিগান শোনো
বালক বালিকারা
কোনো স্বর্গীয় ভাবনায় ভিজবে।
বূষ্টি নামুক-
কোন নিশিভোরে সাহানা রাগে
বয়ে যাক সব আবিলতা
নদী নালা বেয়ে লবনাক্ত হয়ে।
সাদাবক পানকৌড়ি ডাহুকের ডাকে
আগামী আগমনী।