রেশমী রুমাল কোন এক
দমকা হাওয়ায় উঠবে
অনাবিল হবে দগদগে ক্ষত।
প্রশ্নগুলোর উদ্দেশ্যহীন ঘোরাফেরা
উত্তর খুঁজতে খুঁজতে
একদিন বাতাসে ঝড়ের গন্ধ পাবে।
সময়ের মিথুন রাশি
জন্ম নেবে
হাঁটবে অনেক পদাতিক
কিছু হাতের মুঠো হালকা হলেই
আবার মেঘ রোদ বৃষ্টি আকাশ
সোনালি শষ্যক্ষেত্রে সমান অধিকার।
এইরূপ স্বপ্নসম্ভবা হয়ে
কবিতা বেঁচে আছে অনন্তকাল।
সুর্যের প্রথম আলোর মতো
একদিন হাসি ছড়াবে
পৃথিবীর প্রতিটি ধুলিকণায়।