পালামু পালামু সুন্দরী পালামু
কাছে এসে ভালবেসে ফেলেছি
আলোছায়া রোদ্দুর রঙের সমুদ্দুর
পলাশ আর পিয়ালের বন ।
পিয়াপথ চেয়ে কোন আদিবাসি মেয়ে
গোধুলীর আগমনে আনমন
কুলুকুলু কলতান কোয়েলের সেই গান
মহুয়ার গন্ধে মাতাল হয়েছি ।
সাদা বক উড়ে যায়
সবুজের নীলিমায়
সেই দুর সীমানায়
নিজেকে নতুন করে চিনেছি ।
কাছে এসে ভালবেসে ফেলেছি ।