লাল শিমুল লাল পলাশ

রক্তের রঙ তাও লাল

লাল রঙ মানেই জীবন

আশার প্রতীক তাই লাল ।

লাল চেরী লাল গোলাপ

স্বপ্নের রঙ নাকি লাল

মিথ্যেকে মাড়িয়ে জীবন

বাচার প্র্রতীক তাই লাল ।।
            
                      স্বপন দাস