এক যে ছিলেন কবি
তাঁর নামটি ছিলো রবি
ছিলেন তিনি নানান গুনের গুনি
দাদু বলেন বাবা বলেন তাইতো বসে শুনি ।।
মধুর ভাষা বাংলা ভাষা
সেই ভাষাতেই গেয়ে
বিশ্বকবি নামটি পেলেন
নোবল প্র্রাইজ পেয়ে ।।
বাংলাদেশের গর্ব তিনি
সকল সোনার বাড়া
সহজ পাঠে লিখে গেলেন
মিষ্টি মধুর ছড়া ।।
কবিগুরু হলেন তিনি
সবার ভালোবাসায়
চিরদিনের আসন তাঁহার
মোদের মণিকোঠায় ।।