বন্ধু এতো নয় ফুলসজ্জা
সমাজকে বদলানো সহজ নয়
মুছে ফেলা মানুষের যত লজ্জা ।
ভাগ্যবানেরা থাকে ইমারতে
তাদের বোঝানো সহজ নয়
ফুটপাথে যারা থাকে তারাও মানুষ
সব সুখ তাদেরই অস্থি মজ্জা ।
মৃত্যুর  ভ্রুকুটিকে মিথ্যে করে
আরো কত আছে প্রাণ অসহায়
তারা যদি কোন দিন প্রশ্ন করে
কেন সব হাসি তোমরা করেছো কব্জা ।
তারপর আসে যদি সেই সব দিন
জমে থাকা অপমান প্র্রতিশোধ চায়
সেই বাধন হারা বন্যায় ভেসে যদি যায়
দুনিয়ার সব সাজসজ্জা ।।


স্বপন দাস