সাঁজ বেলার উদাসী রাত্রিকেও ঢেকে নেবে,
তারপর ভোরের শিশিরের মোড়কে মোরা
চাওয়া পাওয়ার কোনো লেবেল ক্রশিঙে
আমার মৃতদেহ পাওয়া যাবে।
আমাকে শেষযাত্রায় নিয়ে যাবে যারা-
তারা সেই পাথরের প্র্রতিমাকে অবশ্যই ফিরিয়ে দিও
যার হৃদয়ে শুধু আমারই ছবি আঁকা থাকবে।
পূর্বের দিগন্তে তখন রক্তরাগ,
কেবল আশিকীর কাল হবে শেষ।
#স্বপন দাস
ভাবানুবাদ