কোন কোন দিন আমার মাদক স্বপ্নে
তোমার পদচারণা।
বাঁধনহারা ইচ্ছেগুলো র্নিমল পরিচয়ে
দার্শনিক জঙ্গলে ঘোরাফেরা করে।
সবুজ পাতার স্বপ্ন উড়িয়ে
ঝড়েপড়া শিশিরের বিন্দু বিন্দু কণায়
নিজের প্রতিবিম্ব বড় অপবিত্র লাগে।
উদ্দেশ্যহীন যাত্রার আগে
অনেক আমানত আমাকে ফেরাতে হবে।
এক বর্ষার রাতে কুমারী ঠোঁট দিয়ে আঁকা
প্রথম কবিতা………
একটা আধফোটা গোলাপ।
আজ তারই কাঁটায় রক্তাত করি নিজেকে,
এ কোন নিয়তি আমার
জীবনের প্রতিটি মোড়েই
মুড়ে গেছি অন্য রাস্তায়
কিছু চঞ্চলতাকে সঙ্গী করে।