তোমাকে স্পর্শ করার আগে
আরো একবার পবিত্র হয়ে নিই।
তোমাকে কিছু বলার আগে
আমার প্রতিটি শব্দের সাথে
নিজের অস্তিত্বকে মিলিয়ে নিই।
দেবত্বের দিকে তোমার এক একটি পদক্ষেপ
ষেন আমার এক একটি পরাজয়।
এ তোমার কেমন অভিমান বুঝিনি আগে।
সব চপলতাকে রেখেছি পৃথিবীর সীমানায়
সব মুকুলিত শাখা, সবুজের সাথে হয়েছে পরিচয়।
বনফুলের দোলায় কোনো রাখালিয়া সুর..
এবার বেঁধেছি একতারায়।
সহজাত পথে আবার ফিরে এসো তুমি,
রজোগুণে রজস্বলায়।
নইলে এ পৃথিবীতে বসন্তের আগমন থেমে যাবে।