নিজের শরীর বিছিয়ে বিছিয়ে
তুমি বিলীন হতে থাকো..
ঘনত্ব থেকে ঘনত্বে।
শেষে বয়ে চলো এক দুর্গম পাহাড়ের দেশে..
আমি তীরে তপস্বীর মতো।
প্রেম যেখানে পাথরে লেখা কয়েকটি
অপাঙক্তেয় শব্দ।
তুমি বিস্মৃতির সঙ্গে নিবিড় সঙ্গমে
কোন অলিন্দে রক্তাক্ত হতে থাকো।
এইসব উৎসর্গ, প্রদাহ এক রেকাবি কাহিনী হয়েছিলো শুধু নির্জনতার।
আদরে পাতা নিরিবিলি কিনারায়
তোমাকে ফিরিয়ে নিতে নির্যাসটুকু ছড়িয়ে দিই।
এই পৃথিবীর ঊর্ণনাভের আবর্তে যদি কখনো ফিরে আসো।