প্রশস্ত পথমালা...মসৃণ। এগিয়ে চলে সংযত উচ্ছ্বাস।
পিছনে শতাব্দী প্রচীন হেরিটেজ ঘরবাড়ি
সযত্নে টিকানো।
নমনীয় ডেসিবলে চলে আলাপচারিতা
ক্যাফেটেরিয়ায়।
যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধাদের সমৃদ্ধির কন্ডোলেন্সে
ঝড়ে পড়ে মেপল গাছের হলুদ পাতারা।
অগুনতি ক্যাথিড্রালে চাইমের ধ্বনি
মুচড়ে উঠে ফরাসী ইতিহাস।
ঝিরঝিরে হাওয়া আর অনেক শীতের দুপুরে
যাঁরা পূথিবীর ব্যালকনিকে সাজিয়েছিলেন
মনোরম চারুকলায়..
যাঁরা প্রেমের সব আশ্চর্য্য কবিতা ভাসিয়ে ছিলেন
ফার পাইনের বনে পশ্চিমী হাওয়ায়..
সেইসব শৈল্পিক হাত আজো কি বেঁচে আছে?
না কি একবিংশে এসব কেবলই ইতিহাস।
জোয়ানা পিটারের চুম্বনে এখন সুখে থাকো প্যারিস।