এ্যাশট্রেতে রাখা আছে সময়ের ছাই।
উড়ছে। উড়ছে আমাদের চোখেমুখে।
কফির কাপে জীবন।
কয়েক চুমুকে তলানিতে নেমে গেছে।
সাঁতার শেখেনি কেউ।
শিখলে চাইতো নদীপারের ঠিকানা।
গণসঙ্গীত গাইলে হয়তো হালকা হতো
কিছুলোকের হাতের বাঁধন।
এসব প্রলাপের মত এখন।
কেউ প্রশ্ন করেনি
কেন আঁধার আকাশে নক্ষত্ররা ঝরে গেছে।
কেউ আস্থা হারিয়ে হেঁটেছে নোনাজলে।
কেউ মনকে রেখেছে গাঙচিলের ডানায়।
তীক্ষ্ণ ঠোঁটে ঈশ্বরকে উঠিয়ে দেখাবে জন্মদাগ।