আলোচ্য কবিতাটির শিরোনাম " পরকাল বলে কিছু নেই " হলেও তরুণ কবি পরকালের অস্তিত্ব বিষায়ক মতবাদকেই প্রতিষ্ঠিত করতে ছেয়েছেন। এবং তিনি আশা প্রকাশ করেছেন স্রষ্ঠা কুমারী মেয়ের ধর্ষণকারীর পরকালে বিচার করবেন।এ পর্যন্ত সবই ঠিক ।কেউ এই বিশ্বাস পোষণ করতে পারেন।
কিন্তু যারা এই মতবাদে বা পরকালে বিশ্বাসী নয় তাদের তিনি নাস্তিক বলে অভিহিত করে অনাবশ্যকভাবে কিছু অযাচিত শব্দ প্রয়োগ করেছেন।যা বিশেষ করে কবিমনস্ক মানুষের কাছে কাম্য নয়।
ধন্যবাদ।।