সামান্য কোলাহল চেয়ে কত নীরবতা সয়ে গেলে।
আরো কিছুদিন এইভাবে ছূঁয়ে যাও রোদ্দুর কিংবা বৃষ্টি.
হেঁটে যাও দ্বন্ধমুখর রাস্তার কিনারা..
পাহাড়ি নদীর পাশাপাশি।
এ শরীর স্বেদ থেকে ঠিকরে পড়ুক কিছু আলো
যে আলোয় সারিবদ্ধ দেখি অনন্ত বুভুক্ষা।
অজস্র ভূগোল ভুলে যারা পথ হারিয়েছিলো
তাদের সামনে তুমি এখনো বিস্তীর্ণ নদী।
তোমার চেনা পথে কতজনে কুড়িয়েছে পথ
তবুও সবাই আজ মহজ একাকি।
অদ্ভুত অন্ধকার। অবয়বহীন লাগে।
এ পৃথিবী কঠোর থেকে কোমল হলে
একদিন কেউ তোমাকেই শোনাবে তোমার পরাবাস্তব কাহিনী।