অনেক ঐতিহ্য আমাদের।
ঐতিহ্যের দোহাই দিয়ে-
সীতার সতীত্বের প্রমাণ নিয়েছি আমরা।
বৈধব্যের ব্রতপালনে, শুচিতার শংসাপত্রে
সাক্ষর করেছি আমরা।
এমনি কত ঐতিহ্যের কাহিনী
গঙ্গার স্রোতে বয়ে চলেছে
কত যুগ ধরে।
কত যুগ ধরে
কত দ্রৌপদীর ইচ্ছার বিরুদ্ধে
কত পুরুষ উড়িয়েছে পৌরুষের পতাকা।
বড় গর্ব তোমার হে পুরুষ
এই জমিকে কর্ষণকরবার মালিকানায়।
আজো তাই খবরের কাগজগুলো
প্রতিদিন নারীর ই রক্তঘামে রাঙানো।
আসলে তোমার বড় ভয় হে পুরুষ
কারণ তুমি জেনে গেছো
তোমার ঐতিহ্যের ধ্বজা
একদিন তোমারই অগ্নিপরীক্ষা নেবে।