সাদা মাস্তুলে ঘিরেছি মনোক্রোম আকাশ-
নাস্তিক ক্যানভাসে রামধনু আঁকা হয়নি,
অথচ পাতা ফুলে পথ ... পশমীনা।
সুবর্ণরেখা- কোয়েল আছড়ে পড়ে নুড়ি পাথরে,
“যে জন প্রেমের ভাব জানেনা”
তার কাছেই প্রত্যাশা।
পরিত্যক্ত পসরা রেখে কেউ চলে গেছে।
কারও বাঁশির সুরে পাখীরা ঘরে ফেরে।
আধাঁর নামলে কেউ ডানা ঝাপটায়।
এক বিস্তীর্ণ নদী এবার অন্তঃসলীলা হবে-
অন্য জীবনের তীব্র সান্নিধ্যে...।