ধারাবাহিক তবুও সংশয়
এরই নাম বোধহয় জীবন।
হতাশায় উপুড় হয়ে দেখি এক চিলতে আকাশ।
প্রতিবাদী শরীরেরা ফিরে গেছে শেষ ট্রাম ধরে।
কত কুঁড়ি ফোটে নাই
আরো কত ঝরে পরে আলো মেশা অন্ধকারে।
শহরের রাস্তায়।
সেইসব তিমিরে।
নিষিদ্ধ দরজায়,
রেখে আসি জমানো সঞ্চয়।
সালংকারা প্রেম অপেক্ষায় ছিল
ভেজাচুলে -সিঁন্দুরের টিপে।
গহন আকাশ ভরে ছিল সবুজ তারায় অনেক বছর ধরে।
বুকের ভিতরে ছিল দীর্ঘশ্বাস নিজেরই অগোচরে।
আজ যত অমানিশা আছড়ে পড়ুক খোলা জানালায়,
থেকে যাবে কিছু অব্যক্ত ঋণ।
আপাত।
প্রচারবিহিন..