আমার প্রেম ...
কি করে বোঝাই তোমাকে ?
সব উপমার ঐশ্বর্য ধুয়ে গেছে অনন্ত প্রস্রবনে
নির্মেদ ইচ্ছেগুলো এখন নবীন একাকীত্বে স্মৃতি মেদুর।
তোমার স্পর্শে যে পথের শুরু
সে পথের দুরত্ব কয়েক আলোকবর্ষ মনে হয়..
একদিন শিরা উপশিরায় যে ঢেউ উঠেছিল
তাদের ভবিতব্য হয়ত নিশ্চিত কোন মৃত সাগরের বেলাভূমি।
তোমার পালের হাওয়ায়
আমার ডানায় লেগেছিল আকাশের নেশা
তখনো বুঝিনি আকাশের মেঘ কোন বর্ষণমুখর সন্ধ্যায়
কত কিছু ভাসাতে পারে।
মনেপড়ে এক নদীও বলেছিল "আমার উৎস আমার কাহিনী নয়”।
তাই যতদিনে তুমি স্রোতস্বিনী হয়ে ছড়িয়েছো মনে
কত অজানা ফুলের মালা ভেসে গেছে এক সহজ সংগোপনে।