এতদিনে জেনে গেছি
কুয়াশারা মাটির কাছাকাছি বাস করে।
অনেকটাই আমাদের আনাচে কানাচে।
হয়ত পাশের যে জন ঘুমিয়ে আছে
তার বুকেও।
আগুন ও শব্দের সামনে একাকী থাকতেই বড় ভয়।
এরাই খান খান করতে পারে
দিনরাত্রির সহজীয়া অভিসার..
অসহনীয়তার পালা পার্বনে গাঁথা
পৃথিবীর সব আয়েশী পরিপাটি।
অপরাজিত কেউ নয় নিজের অলিন্দে।
তারাদের নিস্প্রভ করেছে যারা
সেই তিমিরে দাঁড়িয়ে সবাই
একদিন নীহারিকার খোঁজ পেয়ে যাবে।