যেমন নবাগত কবিদের আলাদা লিস্ট থাকে তেমনই আসরে প্রতিষ্ঠিত কবিদের একটা আলাদা লিস্ট দেখানো যেতে পারে।
আসরে সমস্ত কবিদেরও একটা Alphabetical drop down list থাকা উচিত। সেখানে ক্লিক করে সরাসরি তার পাতায় যাওয়া যেতে পারে।এতে কোন৷ নির্দিষ্ট কবি বা কোন পছন্দের কবিকে খুঁজতে সুবিধা হবে। অনেক ওয়েবসাইটে এই সুবিধা আছে। বাংলা কবিতা একটি বিশাল ও জনপ্রিয় ওয়েবসাইট। এখানে কবিদের উৎসাহ বর্দ্ধনের জন্য নির্বাচিত কবিতার সংকলন প্রকাশ বা বছরে দশজন কবিকে বিশেষ সম্মাননা জানানো ইত্যাদি ভেবে দেখা যেতে পারে। আমি এ ব্যপারে এডমিনের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ।