যাবার সময় কেউ আবার পিছনে ডাকে।
কিছু কি ফেলে গেলে ?
অপরাধীর মত দাঁড়িয়ে থাকা।
আসলে তো কিছু রেখে যাওয়ারই প্রতিশ্রুতি ছিল।
অন্তত যেখানে প্রতিপল স্বপ্নকে পুড়িয়েছি
তার কষ্টগুলো..।
দিন কেটে যায় দক্ষিণায়ন থেকে উত্তরে ঘুরে ঘুরে।
রবি থেকে খরিফে…
এই কঠিন মাটিতে একটাও বীজ বপন করা হয়নি।
দেওয়ালে পিঠ ঠেকার আগেই
তাই তোমাদের নাব্য হাতকে চিনিয়ে দিতে চাই
এই অলৌকিক সরাইখানার
এক চিরকালীন নেমিসিসের কাহিনী।