ট্রাফিক আইল্যন্ডের উপর
ধ্যনমগ্ন হয়েছে বছরের শেষ সূর্য।
বুড়ো অশ্বথের বাকলে-
ছেটানো রোদ্দুরে লেগেছে
অশীতিপর বৃদ্ধের কাঁপন।
বিষণ্ণ সূর্য যেন দৃঢ় প্রতিজ্ঞায়
রাঙিয়ে দিয়ে যাবে
শেষ গোধূলির রঙে।
ঝাউপাতার ঝিরঝিরে স্তব্ধতায়
খোয়াইশের আয়েশী স্বপ্নমেখে
সব বিরহীকে পেরোতে হবে
আবলুস রাত্রি।
ধুরীতে বাঁধা জীবনচক্র,
আজ যারা অস্তাচলে মৃত্যুকে দেখলো
তাদের কারো কারো হাতে থাকবে
কিছু ফোটনের কনায়
নববর্ষের প্রথম প্রভাত।