এমন একখানি মুখ দাও চেয়ে থাকি।
এমন অনেক প্রশ্ন দাও যারা উত্তরহীন।
এমন এক পথের নিশানা দাও যার গন্তব্যের খোঁজ করবো না কোনদিন।
"আসলে এসবই ছেলে মানুষি ভাবনা ছিলো।"
মনে হলো একদিন যখন এক নারীর দেখা পেলাম।
অবহেলায় এক গুচ্ছ রঙ্গন মাথায় গুঁজে দাঁড়িয়ে আছে।
প্রতি নিয়ত যার পা ছুঁয়ে বয়ে যাচ্ছে কোন নদী প্রবলবেগে।
সব প্রতিরোধ পাহাড়কে
ভেঙ্গে ভেঙ্গে ছড়িয়ে দিচ্ছে জীবন।
ইচ্ছে ছিলো এইরূপ কোন নদীতে ডুব দেবো জীবনের খোঁজে।
কিছু সুন্দর মিথ্যাকে ডুবিয়ে তুলে আনবো কিছু অর্দ্ধসত্য পরস্পর পরস্পরের।
আলো যেমন নিঃশব্দে বহন করে কিছুুু অন্ধকার।