পাঠক নিজস্ব সময় ও নেট ডাটা খরচ করে আপনার পাতায় এসে আপনার কবিতা পড়ে, আসরের নিয়ম মেনে একটি শব্দেও যদি মন্তব্য করেন তাহলেও তা শিরধার্য।আপনার পাতায় যখন এসেছেন,কবিতাটিও নিশ্চয় নিজের মত পড়েছেন,এমনটাই ধরে নিতে হবে।তিনি ভাষা বিশেষজ্ঞ নাও হতে পারেন যে বানান,ছন্দ,মাত্রার ভুল ধরিয়ে দেবেন। কোন পাঠক ও মন্তব্যকারিকে উপদেশ দেওয়া, অপমান করা আমাদের এক্তিয়ারে নয়। যেটা এই আলোচনা সভায় প্রায়ই করা হয়।
যিনি ক্রিকেট খেলা বিশেষ বোঝেন না,তিনিও কোন ব্যাটসম্যানকে ছক্কা মারতে দেখলে হাততালি দেন, একজন সাধারন পাঠক কেন একটি কবিতা পড়ে "খুব সুন্দর, আসাধারন,অপূর্ব,অনবদ্য" ইত্যাদি মন্তব্য করতে বা লিখতে পারবেন না? কারো যদি তা একান্ত পছন্দ না হয়,অনায়াসেই তিনি সেই মন্তব্য মুছে দিতে পারেন।কিন্তু মন্তবকারির বার বার এই অপমান বন্ধ হোক। ধন্যবাদ সকল কে।