মরুভূমিরাও এগিয়ে আসে
অথচ আমরা কেউ টের পাইনা।
এগিয়ে এসে অনেকের ভিতরে বাস করে।
সরীসৃপের মত গিলে খায়
এ জগতের যাবতীয় প্রেম, অযুত ভালবাসা।
অনেকদিন সে সব জায়গায় কোন বৃষ্টি হয় না।
সবুজায়ন নেই। শুধু উষ্ণতার সঙ্গে সখ্যতা।
হৃদয়ের সাথে নিবিড় সম্পর্কে
প্রিয় ব্যথারা পড়ে থাকে বুকের পাঁজরে।
সন্ধ্যা উত্তীর্ন হলে, কোন বোধ জড়িয়ে ধরে ঠিক মধ্যরাতে।
ফণা উঠায়।
আমার দুহাতে বিষাদ।
আমি জীবনের জন্যই শহীদ হতে চাই।
আমার নগ্ন পায়ের সামনে
আজ উত্তপ্ত বালিয়াড়ি আর কাঁটা গাছ।
গভীর আলোয় চোখ ঝলসে গেলেও
আমাকে খূঁজতেই হবে
মরীচিকার ভিতরে অন্ধকারের আধিপত্য।