জীবনের সব লক্ষ্মণরেখা মুছে আমি দাঁড়িয়ে আছি।
বাঁধন ছিঁড়ে এবার ফেরারী সুর বাঁধব মাস্তুলে।
পথে নামলে কোন পথটা ঠিক, ঠিক চেনা যায় না।
এও তো প্রতীক্ষা।
এই প্রতীক্ষা পথের মতই অন্তহীন।
এতদিন ঋতুচক্রের বড় আস্ফালন ছিলো।
এখন কোন তাড়া নেই।
বিস্তীর্ণ মাঠে দেখি অস্তগামী দিনের খেলা।
পূণ্যার্থীরা সব রাতের এজলাসে ফিরে গেছে।
আমি জাফরি রোদ্দুরে সহস্র বিধাতা কুড়োই।
আরো কত সংকোচ,
আরো কত মুগ্ধ ভয়,
এত দিন শুধু এই প্রশ্নে পেরিয়েছি কালবৈশাখী।
শ্রাবণের কোল ঘেঁষে এবার হাঁটবো।
কিছু ইচ্ছা মিশে যাবে সমুদ্র শৈবালে।
এই গর্ভবতী প্রান্তর আমাকে ফেরাবে না।
কোলকাতা ২৩/৪/২০২০