দিনের আলোর রূপটান মেখে
তোমার পতাকা অর্ধনমিত থাকে।
মধ্যরাতের অভিমানি আবেগে
দরজা খুলে-
কখনো কি কুড়িয়েছো উঠানের জ্যোৎস্না ?
প্রেমের আবরণে ঢাকা তোমার অবয়ব
চিনিয়ে দেয় পথ-
তবুও পুরুষের পদক্ষেপ বড় সংক্ষিপ্ত।
সময়ের ভাঁজে ভাঁজে বসে
বিষাদসিন্ধু গাইতে যে একতারাতে
তাকে ভাসিয়ে দেবার পালা।
মনের ত্রাণতো মন্ত্রে নয়।
অরাজক বধ্যভূমিতে দাঁড়িয়ে
ঠিকানার খোঁজে
সব কাঁটাগাছ উপড়ে ফেলতে হবে তোমাকেই।
মহাকাব্যের পোষাক ছেড়ে
এবার বোধহয় যূথবদ্ধ হবে সব নারীমুখ।