এক্কা দোক্কা খেলতে খেলতে লম্বা উঠোন ছেড়ে
চৌকোনো ঘরে সুখ সুখ খেলা।
অনেক ঘামের গন্ধ,
দীর্ঘশ্বাস,
কোনে কোনে জমে উঠা জঞ্জাল,
রাতভর অপেক্ষায় থাকা পরিপাটি চাদর...
এরা সবাই অসহায় দর্শক।
কারণ এ খেলায় কোন হারজিত নেই।
কোন রেফারি মধ্যান্তরে হুইসেলও বাজায় না।
জানালার বাইরে হটাৎ কখনো দোলনচাঁপা ফোটে।
দেখতে পেলে এক পেয়ালা হালকা বাতাসের জন্য শুধু কাছাকাছি আসা।