প্রজননহীন সময়ের লেহন শরীরে শরীরে।
মুদ্রিত কোরকে মন তোমারই কাছে গচ্ছিত ছিলো।
সূর্যাস্তের শিরিন সভায় নতজানু হয়ে..
যুগে যুগে তোমার তরঙ্গায়িত হবার কাহিনী শুনেছি,
কারণ তুমি দেখেছো এ পৃথিবীকে সহস্রচোখে।
অতৃপ্তির আকরে ঝলসান প্রেম জীবনের কিনারায়..
একদিন উত্থিত হবে বিদীর্ণ বীজ ।
ভারসাম্যহীন তরলতায় ভেসে আছে পৃথিবী গোলক।
আজ গন্তব্য স্থির নয়, তবুও একদিন পৌঁছে যাবো।
সাহসীর মৃত্যু লেখা থাকে শুধু কোন যুদ্ধক্ষেত্রে।