মৃদু কুয়াশার মত
ফিকে জলরঙে আঁকা প্রতিটি মুহুর্ত,
নৈরাশ্যের বিপ্রতীপে আমার নবীন ইচ্ছেগুলো
ডানা ঝাপটায়।
নিজের আত্তিকরণ
নোতুন করে এই পৃথিবীর সাথে-
দুষণমুক্ত কামনাগুলো আধার খোঁজে।
আলপথে যদি হাটে কোন পদাতিক যীশু,
অনুভূতি খামগুলো একেএকে খুলবে।
শূন্য থেকে শুরু হোক সাবলীল-
এক সর্বাত্মক উৎসবে।
গভীর রাতের আলো
কিংবা দিনের অন্ধকার
হোক ইতিহাস......।
নতুন কাহিনী লিখবে
কোন কৃত্তিবাসের কলম।