চয়নিত শব্দের বিন্যাস এবং সংযোজনে একটি শব্দের মালা অবশ্য তৈরী হয় কিন্তু সেটি কবিতা কিনা নিশ্চিত করে বলা আপেক্ষিক। কবিতা সম্মন্ধে বলা হয়ে থাকে A poetry begins with a delight and ends with a wisdom. আধুনিক কবিরা যা এক বাক্যে মধ্যযুগীয় বলে বাতিল করবেন।কবিতার মধ্য দিয়ে যে অনুভূতির প্রকাশ কবি করতে চেয়েছেন তার প্রতি তিনি কত খানি সত্যনিষ্ট যার জবাবদেহী নিজের অন্তসত্তার মধ্যেই।অন্তমিল, ছন্দমিল, মুক্তছন্দ, চর্তুদশপদী ইত্যাদি কবিতার গঠনিক তাৎপর্য বহন করে, এবং তার অনুসরণে কবিতার নান্দনিক উত্তরণ প্রতিষ্ঠিত নয়।অনুভুতির অনুরণনে একটি মননশীল বাক্যও কবিতা হয়ে উঠতে পারে।তাই কবিতার সমালোচনা করতে যাওয়া বৃথা।কবির লেখা কবিতার প্রথম আনন্দ নেন কবি নিজেই,শিল্পি হিসেবে বা তার রচনাকার হিসেবে। পাঠক তার স্বাদ আপাত ভাবে গ্রহণ করেন নিজস্ব পরিমাপ এবং অভিরুচির চাসনি দিয়ে।বিপ্রতীপ অবস্থান সমানভাবেই প্রযোজ্য ।
আলোচনাটি ৮২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১৬/০৬/২০১৬, ০৫:৫৯ মি: