আমার এখন বেঁচে থাকার কোন দায় নেই,
কর্মণ্যেবাধিকারস্তে।  

তবে সমস্ত জীবন ফলের লোভেই কাটিয়েছি
একথা অস্বীকার করলে সত্যের অপলাপ।

এমন একজন কৃষ্ণের দেখা পাইনি
যিনি আমাকে সমস্ত ব্যাপারটা
বুঝিয়ে বলতে পারেন।

আসলে সবকিছু এত সহজ নয়।

প্রশ্ন জাগে
গর্ভবতী মা,মুকুলিত বৃক্ষ,প্রেমিকার কাঁপা ঠোঁট,
স্বেদ ও রক্তে ভেজা মানুষ-
চোখ বুজে কিসের অপেক্ষায়?

দিনের শেষে কর্ম রা থাকে
মননে কিংবা সংখ্যায়।
মর্জিটা আমাদের।

আমার এখন বেঁচে থাকার কোন দায় নেই,
কারণ শুধুই কর্মণ্যেবাধিকারস্তে।