অলসতা কাটে না। অথচ যেতে হবে।
দরজা খোলা। সামনে ঘুমিয়ে আছে পথ।
এ ঘুম সহজে ভাঙ্গে না।
সঙ্গম প্রিয় মানুষ কবে রাস্তায় পা রেখেছিল মনে নেই।
এখন শুধু শরীরের ঘনত্বে ছুঁয়ে থাকা নিজস্ব কিছু কোলাহল।
সেই যে অনেক আগে বন্ধ হয়েছিল রক্তের চলাচল তারপর পৃথিবী সবুজ না নীল আজ আর স্বচ্ছ নয়।
স্বচ্ছ নয় অনেক সীমারেখা।
আমার বুকের মধ্যে দাপিয়ে বেড়ায় রুক্ষ শহর
শুষ্ক হয় বনস্পতির শিরা উপশিরা।
বৃষ্টিছন্দ ভুলে গেছে মেঘ ও মাটি।
আসলে এঁকেবেঁকে কোন পথই স্বর্গে যায়নি।
এই বাঁচামরা খেলা কে জানে কত চুরমার করে যাবে আমাকে,
কত প্রিয়শব্দ ধূসর হবে অবেলায়।
অবাধ্য মুঠির আস্ফালনে কত শাস্তি দিতে পারে খন্ডিত কাল।
কত শাস্তি নিতে পারি মাথা পেতে।
কোলকাতা ২৩/৫/২০২০