একটি সপ্তপদী কবিতা (সাতটি শব্দের সাতটি লাইন)

ব্যর্থ প্রতিধ্বনির  নিষ্ফল আলোড়ন উঠে অচেনা ভাষায়,
সূর্যের আলো সেখানে মেঘলা হয়ে পৃথিবী কাঁপায়।

ঝরে পড়া পাখির পালকে দৃশ্যমান অগণিত পরাজয়,
বুকের ভিতরে আছে নিজস্ব কিছু নিঃশব্দ ক্ষয়।

হাতড়ে হাতড়ে আমি নিজেকে হারায় কোন বিকেলবেলায়,
মত্ত জোনাকিরা মেতে আছে  আঁধারের উলঙ্গ খেলায়।
জীবন তার আপন স্রোতে ভেসে চলে মোহনায়।