কখনো তোমার মন উড়ে গিয়েছে
কোন অলৌকিক দ্বীপে..
পরিযায়ি পাখিদের ডানায় ভর করে
ফুটে থাকা রাফ্লেসিয়ার সঙ্গী হতে।
নিজস্ব অলিন্দ প্রকোষ্ঠ সব ধুয়ে মুছে
সামনে বিস্তীর্ণ সবুজ প্রান্তরে..
কেউ নেই। কোথাও নেই।
সফেন সমুদ্রের উপর তবুও একাকী
এক বুক স্বপ্নের পারাবারে।
কেউ আজ বাধা নয় পালক শরীরে।
পরিচিত স্পর্শে আপন অভ্যাসে
আলতো ছূঁয়ে যাবো কোনো বিক্ষুদ্ধ ঝড়ের রাতে।
পৃথিবীর মত ঘুমিয়ে আছো তুমি।
বড় শান্ত।
কত মূল্য চুকিয়েছো সব কাঁটাগাছের কাছে
একমাত্র আমিই জেনেছি।


ব্যাঙ্গালোর ৭।৩।২০১৮