নিজের কথা নিজেকে শোনাই সাগরের মত।
উপচে পড়া শব্দেরা ঢেউয়ের ক্লেদজ পদার্থ বয়ে আনে।
অপরাধীর মত অগোচরে সেসব কুড়িয়ে নিই।
আসা যাওয়ার রাস্তা পরিস্কার করতে করতেই কেটে যায় একটা জীবন।
আমার কোন সাফল্য নেই।
আমার ভিতরের প্রকোষ্ঠে কেউ উল্লসিত নয়।
এতদিন যাদের মিছিলে দেখেছি আজ ভাঙ্গা মেলায় নিঃসঙ্গ বালকের বেশে।
এ দেশে শ্মশানের ছাই দিয়ে দেবতার পুজো হয়।
তা নিয়ে কেউ কোনদিন জবাবদিহি করেনি।
এবার করতে হবে।
অন্তত নিজের কাছে নিজেকে।
ইতি-আমি লিখবার অনেক আগেই।