কার পদচিহ্নের অনুসরণ ?
সবই ভীড়ের মিছিলে মিশে যাওয়া।
যুদ্ধের পর শান্তি স্থাপিত হলে
মথেরা ফিরে আসে।
ছদ্মবেশ খুলে ফেলে অনেক পতঙ্গ।
থইথই ইচ্ছেগুলো যে বেঞ্চে পাশাপাশি বসত
সেখানে আজো আলো আঁধারীর ঘনিষ্টতা।
সময়ে অভ্যস্ত শ্রম কোনো ফসল ফলাবে।
প্রসব ক্লান্তির পর নাভিমূল থেকে
ধ্বনিত হবে কোন ব্রহ্ম জ্ঞান।
এমন আশায় আষাড়ের হাতছানি।