সুখী হতে চাই না, সে বাসনাও নেই।
শুধু তরলিত জীবনে এক প্রতিফলন হয়ে ভেসে থাকা।
আমার আগামী জন্মের কথা ভেবে
হাঁটতে হাঁটতে এগিয়ে গেলে বা পিছিয়ে আসলে মন্দ লাগে না।
কেউ জিজ্ঞেস করলে বলে দিই আনন্দে আছি।
অন্য কোন উপসর্গ নেই।
চিমটি কেটে দেখি এই তো আমি
সজ্ঞানে এই মৃত্যু মিছিলে দাঁড়িয়ে।
মৃত্যু কে মৃত্যু দিয়ে জয় করে
যারা আমাদের জন্য কিছু প্রাণবায়ু রেখে গেল
তারাও তো শহীদ।
তাদের জন্য এক শহীদ বেদী বানাও।
কিছু অনামী ফুল ছেটাক সবাই।
সবাই মানে তাদের কথা বলছি
যারা মনে করে আমাদেরও কিছু ঋণ আছে।
ভেবে দেখো আরো কত ঋণ রেখে যাবে রক্তকণিকার কাছে।
এমনি ভাবেই রাত ও দিনের সঙ্ঘাতে গুমোট কথারা আয়তনে বাড়ে।
আমি শুধু শহুরে পাখীর মত সীমিত সবুজে লাফিয়ে বেড়ায়।