চোখের পাতায় পর্ণমোচী বিষণ্ণতা,
মনের ভিতর কলরব-
তাই ঘুম আসেনি সারারাত।
সূর্য ডুবে যাচ্ছে-
আকাশ গলে গলে অন্ধকার।
একা দাঁড়িয়ে মুখ ফিরিয়ে চেয়ে রই।
তুমি নেই। কেউ নেই।
শেষ ঘ্রাণ মিশে যায় বালুকনায়,
শেষ প্রাণ রেখে আসি সবুজপাতায়।
ফসিলের আওতায় এখনো আছে অনেক নারীমুখ।
যারা চিত্রে অর্পিত হাসি মেখে
প্রথাগত ফিরে যায় রাত্রির কাছে নতজানু হতে।
কে বলে দেবে
ঠিক কতখানি দিলে কতটুকু পাওয়া যায়।