আসতে যেতে রোজই দেখা হয়
লাল হলুদ বেগুনি এরকমই  নানান রঙে ফুটে থাকিস
রাস্তার ধারে অযত্নে
শীত গ্রীষ্মে বর্ষায়
কোন মালির প্রয়োজন হয় না
তাহলেও জেল্লায় কম তাইবা বলি কি করে
সদ্য প্রেমিক  ব্যস্ত পথিক
প্রায় সবার নজর এরিয়ে যায়
কোন যুবতীর খোঁপায় ও দেখেনি তোকে
পুজোর থালায় প্রবেশাধিকার নেই
"ভালবাসি" বলতে কেউ তোকে সাক্ষী করেছে এমনো নয়
ইত্যাদি অবহেলা সহ্য করেও তোর শরীরে কূঁড়ি আসে ফুল ফোটে
দিব্যি কেটে যায় একটা জীবন
এই উদাস বাউণ্ডুলে পৃথিবীটা কে আমার অনেক যুগ আগেই তোর চেনা হয়ে গেছে
সত্যি কথা বলতে কি তোর দিকে আমিও কোন দিন সে ভাবে তাকায় নি
কখনো পা মারিয়ে এগিয়ে গেছি সাত সতের কাজে
তবে এবার ভেবেছি আমাকেও চেনাতে তোদের কোনদিন নিয়ে আসব আমার ড্রয়িংরুমে
ঘরের ফুলদানীর দিকে তাকালে বুঝে যাবি কাদের কাদের স্তাবকতা করি আমি
করতে হয়


কোন যতি চিহ্নের ব্যবহার করা হয় নি

কোলকাতা ৮/৯/২০২১