তোমার চঞ্চলতা যখন তারার আকাশে ডুব দেয়
তার ও প্রশংসা করে যেতে  হয় আমাকে।
ভালোবেসে একি হাল আমার।
জানতে বড় ইচ্ছে করে
কার দৃষ্টি প্রেমের সাগরে সবই হারিয়েছ তুমি
পলকের পর্দা তুলে।