নিজের অস্তিত্ব বদলের জন্য  নিজেকে নিয়ত বিদ্ধ করি।
এই আকাশ বাতাস জুড়ে  জীবনে জীবনের অসফলতা ছড়িয়ে ছড়িয়ে আছে।

চেয়ে দেখি  পান শালায় প্রতিদিন সন্ধ্যা নামে,
মোড়ক খোলা এক একটা দিন  পৃথিবীর চাদরে জমা হয়।

রাতের অন্ধকারে  জোনাকিরা চিনগারীর মত জ্বলে।
আকাশের দিকে তাকিয়ে রুদালি মেঘের কান্না শুনি,
তারা বৃষ্টি  হতে পারেনি।

তল্লাটে ঘুমন্ত  পাহারাদার দের পকেটে হাত ঢুকিয়ে কারা যেন
এই শহরের চাবি হাতরায়।

হয়ত আমার নিরবতা মনোযোগে শোনে  হলুদ পথে হেঁটে যাওয়া পথিকেরা।
তাদের শরীরের কিছু কোষিকার দ্বার যদি খুলে যায় তো যাক।

আমি দেখে যাবার জন্য উৎগ্রীব...
প্রসবক্লান্তির পর  মৃদু ওষ্ঠে বসে আছে এক অষ্টাদশী,
যার শরীর লেপ্টে  জীবন্ত শহর।

ফনা ( অস্তিত্ব বদল, পরিবর্তন)  উর্দু শব্দ