শরতশেষের হলুদ পাতারা
ঝরে পড়ে একাকী বারান্দায়।
পড়ন্ত বিকেলে ডানাকাটা রোদ্দুরে ভেসে আসে ইঙ্গুদী গাছের এলিজি।
প্রযত্নে পাঠানো কারো প্রেম
নীমিলিত সহবাসে শোনে
রবীঠাকুরের গান।
হাতের মুঠোয় বর্ণে বিবর্ণ ফুল..
মালা গাঁথা হয়নি।
যে রাস্তা দিয়ে ফিরেছিলো কেউ
নিয়তির স্রোতে..
অতলান্ত স্বপ্ন মেখে চোখ মেলা হয়নি।