একমুঠো বীজ হয়ে নিজেকে ছড়িয়ে দেবো
কোন উর্বর নারী দেহে।
এক অজন্মা জীবন পেরিয়ে বেঁচে থাকার একমাত্র উপায়।
যেমন আঙ্গুলের ছোঁয়ায় সাড়া দেয় উদ্ভিদ..
যেমন শিশিরের আহোশে জেগে উঠে সবুুজ..
যেমন পরাগে নিষিক্ত হয় ফুুুল্..
সেরকম কোন স্পর্শে পবিত্র হওয়া।
মোহনায় ঢেউয়ের মত হটাৎ সংকোচে
কাটিয়েছি অনেক অলস প্রহর।
জীবনের পরিভাষা যে প্রতি মুহূর্তে বদলে যায়
সে কথা কোন নারী শিখিয়েছে আমায়।
নাহলে সব ঝরাপাতার শূন্যস্থানে আমার একাকী বসবাস।