ঘনত্ব বাড়িয়ে নিসঙ্গতার সঙ্গে কেটে যায় সময়।
বিশ্রামহীন বাগানে জীবনের বসবাস নয়..
বোঝাতে
রুমালি আকাশে দু একটা সাদাবক কদাচিৎ উড়ে।
কোন দুরন্ত হাওয়াও কখনো এলোমেলো করে যায়
সাজানো এক শামিয়ানা।
ভুলেগেছি কেউ যেন চিনিয়েছিলো ঘাসের উপর শিশিরের দাগ।
ভুলেগেছি কারা যেন বলে গেছে
জীবনের অনেক আঁকাবাকা রেখা দিয়ে আলপনাও আঁকা যায়।
মনের বাঁধ ভেঙ্গে যে সমুদ্র
জানিনা আজ কোন ডুবুরী তার গভীরে যাবে।
সারেঙের আওয়াজে বন্দরে ঢুকছে ক্লান্ত জাহাজ।
মায়া ভেঙ্গে ভেঙ্গে একদিন শেষ গাজনের ধুম।
সব তরল অদৃশ্য হবে বাষ্পীয় ভবনে।
অনাবৃত জঙ্ঘার দিকে তাকিয়ে
চৌপালগুলি এখনো ভরে আছে অসম দ্বন্দ্বে