শব্দগুলো সাজানো ছিল
দুচার দিনের দেরীতে ঝরে গেছে সব পালক।
-আপাত নিরীহ চরিত্ররা যেমন নগ্ন হয়।
যে কথা বলার ছিলো আভিজাত্যে
ফিরে আসে।
গভীর রাতের বৃষ্টির বৃন্দগান শেষে
কখনো সকাল হয়।
সবুজ ঘাসে পা ফেলে ফেলে
আবার পরিচয়ের পালা।
মাঝে মাঝে মাটির দুরত্ব অপরিমেয়।
আসলে কয়েকটি চেনা বিন্দু পেরিয়ে যাওয়া।