অনেক ব্যবহারের পরেও
কৃষ্ণচূড়ার মৃত্যুর পর
কোন স্মরণসভা হয়নি।
তাই একটি পলাশকে ফুটতে দেখে
ঘরে ফিরেছিলো আমার আগুন মন।
আনন্দে ছুড়ে দেওয়া একটা ঢিল
পড়েছিল কোন শাবকের শবদেহে
রাস্তার কুকুরগুলো কোন রেয়াত করেনি
আমার বিশ্বাসকে টেনে ছিড়ে টুকরো করতে।
গাছের কংকালরা দাঁড়িয়ে দেখে
অন্য বনে বসন্তফোবিয়া,
এ পৃথিবী নবীনও নয়, পুরাতনও নয়,
যারা অন্য মনে আছো
তারা আজ শব্দে ফেরো।
কবিতা ও পৃথিবী দুর্বোধ্য না হলে
ভাঙ্গা গড়ার খেলা থমকে যাবে।