চারিদিকে সব দৃশ্যমান গুলোকে
এমন টানটান দৃষ্টিতে দেখোনা।
প্রয়োজনীয় মনুষজন
তোমাকেও অপ্রয়োজনীয় ভেবে নিতে পারে।
স্মৃতিশাস্ত্রের পাতা উল্টে
এখন সবকিছুতেই অভ্যস্ত শরীর এবং মন।
কেবল অঙ্গ প্রত্যঙ্গের অল্প অল্প
আলোড়ন চোখে পড়ে।
এইটুকু অস্থিরতা নিয়ে ইতিহাস লেখা যায় না।
আমার চোখের গভীর উত্তাপ দেখে
তোমরা ভুলকরে ভাব প্রেম।
এই রমনীয় অভিনয়
অনেক আগেই দৃশ্যান্তরে পৌঁছে গেছে।
এই বিরান বাগানে
কবে উঠে দাঁড়াবে
অনন্তকালের বনস্পতিদের সব লাশ?